আরও দুইটি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে সরকার। বাগেরহাটের ফকিরহাট উপজেলার শেখ হেলার উদ্দীন কলেজ ডিগ্রি স্তরে এবং বাগেরহাট সদর উপজেলার চিরুলিয়া স্কুল এন্ড কলেজের উচ্চমাধ্যমিক স্তর এমপিওভুক্ত হয়েছে। প্রতিষ্ঠান দুই এমপিওভুক্ত করে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখার উপসচিব মো. কামরুল হাসান।
তিনি জানান, প্রতিষ্ঠান দুটি এমপিওভুক্ত করে ইফাইলিংয়ে আদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো হয়েছে। গত ১৮ জানুয়ারি তারিখে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর যোগ্য শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিধানের আলোকে সম্পন্ন হবে।